ঘাটাইল শাখার ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটি অনুমোদনসভাপতি ইয়ামিন-সম্পাদক রিপন

শেয়ার

টাঙ্গাইল প্রতিনিধি :
জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল উপজেলা শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর
বুধবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা কার্যালয়ে উপজেলা শাখার কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল উপজেলা শাখার সভাপতি হিসাবে নিউজ ২১ বাংলা টিভির দৈনিক নতুন সকাল এর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাসানকে ও দৈনিক লাখোকন্ঠের ঘাটাইল উপজেলা প্রতিনিধি নাসির উদ্দিন রিপনকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। এছাড়াও সহ সভাপতি এম এ সালাম চান তরফদার, মো. শফিকুল ইসলাম তালুকদার, মোহাম্মদ সোহেল, যুগ্ন-সম্পাদক মারুফ হোসেন, অর্থ সম্পাদক মাইনুল কবির স্বপন, সাংগঠনিক সম্পাদক নাজমুল আদনান, প্রচার সম্পাদক মো. আ. কাদের, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আ. রহিম, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য মো. জসিম, খন্দকার আউয়াল হোসেন, মো. জয়নুল আবেদীন, আশরাফ আলী তালুকদার, মো. হাসান আলীসহ ১৯ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটিতে মাসুদুর রহমান মিলনকে সাংগঠনিক সম্পাদক করায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে ঘাটাইল উপজেলা ইউনিটকে ফুল দিয়ে বরণ করে নেন টাঙ্গাইল জেলা ইউনিটের সকল সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মাসুদুর রহমান মিলন। নবগঠিত ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ইয়ামিন, সম্পাদক রিপনসহ মির্জাপুর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা কমিটির সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter