স্টাফ রিপোর্টার \ ঠাকুরগাঁওয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতামূলক প্রচারণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনব্যাপী শহরের আর.কে স্টেট উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন, বেলার প্রোগ্রাম ফিল্ড কো-অর্ডিনেটর এএমএম মামুন, বেলা, রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল, নারী ঐক্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক দিপা খালকো, দৈনিক স্বাধীনমত পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মোস্তাদেরুজ্জামান রাসেল প্রমুখ।
সভায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর বিভিন্ন প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অতিথিবৃন্দ। সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।