পীরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের আনন্দ র‌্যালিতে জনতার ঢল

শেয়ার

মনসুর আহাম্মেদ
ঠাকুরগাঁও প্রতিনিধি

সারা বাংলাদেশে পাঁচ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে পীরগঞ্জে আনন্দ র‌্যালি করেছে পীরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।এসময় ইউনিয়ন
বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয়ের র‌্যালি শেষে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মজিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ও উপজেলার নেতৃবৃন্দ।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনুষ্ঠিত বিজয় র‍্যালি ও সমাবেশে জনতার ঢল নামে।মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী বিএনপি রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় পৃথক পৃথক র‌্যালি ও জনসভা। নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালি ও সমাবেশ হয়ে উঠে প্রাণবন্ত ও গণমুখী।
সারা দিনব্যাপী এসব কর্মসূচিকে ঘিরে পীরগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকা পরিণত হয় এক বিপুল জনসমাগমের মিলনমেলায়। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রাস্তার দুই পাশে হাজারও মানুষ দারিয়ে থেকে প্রমাণ করে,জনগণ গণতন্ত্র ও অধিকার আদায়ের লড়াইয়ে এখনো সোচ্চার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter