রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের ধাক্কায় তপন রায় (২৪)
নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও দু’জন আহত হন।

আহতরা হলেন- রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের জুলস রায়ের ছেলে শ্রী ফুল রায় (২৫) আব্দুল আলীম (২২) পাশ্ববর্তী হরিপুর উপজেলার পতোনডোবা এলাকার আব্দুস সামদের ছেলে।

শুক্রবার (২৫ জুলাই ) সকাল ১১ টার দিকে
হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এ দুর্ঘটনা ঘটে।

নিহত তপন রায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের তেঘোরিয়া এলাকার বাসিন্দা রনজিৎ রায়ের ছেলে।

তপন রায়ের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নন্দুয়ার ইউপি সদস্য টুপেন চন্দ্র রায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায় ,
কাঠমিস্ত্রি তপন রায় সকালে কাজে যাওয়ার জন্য তার বাড়ি থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় হাড়িয়া এলাকায় পৌছালে মুখোমুখি একটি দ্রুতগামী মোটরসাইসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
স্থানীয় লোকজন তাদের তিনজনকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তপন রায়কে মৃত ঘোষণা করেন। অপর দুইজনেরও সেখানে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাঠানো হয়।

মোটরসাইকেল আরোহী ফুল রায় ও
আব্দুল আলীম বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. আরশেদুল হক বলেন ,
সড়ক দুর্ঘটনায় একজন মারা যায়। অপর দুইজন আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয়ে একটি ইউডি মামলা হবে। কোন অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter