আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা কর্মকর্তা সেজে নারীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে নয়ন ইসলাম সবুজ নামে (১৮) এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯ টার দিকে তাকে আটক করে ঠাকুরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে আসেন এলাকাবাসী। নয়ন সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, নয়ন ইসলাম সবুজ ফেসবুকে সামরিক পোশাক পরা ছবি ব্যবহার করে নিজেকে সেনাকর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দিতেন। এই ভুয়া পরিচয়ের সূত্র ধরে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন তরুণীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন।
সেনাবাহিনী ও পুলিশ সুত্রে জানা গেছে, নয়ন নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা মুলক কাজে লিপ্ত ছিল। এ পরিচয় দিয়ে তিনি একাধিক বিয়ে করেন। এছাড়াও এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম জড়িত ছিলেন। নিজেকে এলাকায় সেনা কর্মকর্তা পরিচয়ের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন তিনি।
প্রতারক নয়নের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে এলাকার লোকজন তাকে আটক করে মঙ্গলবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও সেনাবাহিনীর অস্থীয় সেনা ক্যাম্পে নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে নয়ন তার অপরাধ স্বীকার করলে রাত সাড়ে ১২টার দিকে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরোয়ারে আলম খান বলেন, নয়ন নামে এক যুবক সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা পরিচয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করছিলেন বলে স্থানীয় তাকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে আসেন।
রবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উদঘাটিত হয় তিনি সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে একাধিক বিয়ে এবং মাদকসহ বিভিন্ন অপকর্ম জড়িত ছিলেন। পরে সেনাবাহিনী তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।