আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে
রাজু আহমেদ (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার
রাতোর ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রাসেল রানা মিন্টু রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের চাচাতো ভাই ফয়জুল ইসলাম জানান, রোববার দুপুরে বাড়ির পাশে নিজেদের বাগানের ইউক্যালিপটাস গাছের বাঁকা ডালকে সোজা করার উদ্দেশ্যে গাছে ওঠে রাজু। এক পর্যায়ে সে গাছের মগ ডাল ভেঙে নিচে পড়ে যায়। গাছের নিচে থাকা একটি কোদালের ওপর আছড়ে পড়েন। এতে কোদালের লোহার ডাট তার পেটে ঢুকে গেলে সে গুরুত্বর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক। তিনি জানান, গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।