পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় : এসএসসিতে ৯১ জনের জিপিএ-৫, পাসের হার ৯১.৬৪%

শেয়ার

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৩১৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯১.৬৪ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯১ জন পেয়েছে জিপিএ-৫।

বিদ্যালয়টির শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, সময়মতো পাঠদানের ব্যবস্থা এবং অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল অর্জিত হয়েছে। তারা আরও বলেন, ভবিষ্যতে পাসের হার শতভাগে উন্নীত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আরও উদ্যোগ নেবে।

এই ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter