বেনাপোল বন্দর দিয়ে কলকাতায় গেল ৪শ’ কেজি আম 

শেয়ার

বেনাপোল প্রতিনিধি : ভারতের কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০০ কেজি আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আমের ট্রাক প্রবেশ করে ভারতের পেট্রাপোল বন্দরে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার গণমাধ্যমকর্মীদের আমের ট্রাক ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আম বেনাপোল বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়।

জানা গেছে, বেনাপোল বন্দরের শূন্যরেখা থেকে উপহারের আম বাংলাদেশ সরকারের পক্ষে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন গ্রহণ করেন। পরবর্তীতে তিনি নির্দিষ্ট গন্তব্যে এই আম পৌঁছে দেবেন।

কাগজপত্রে আমের রফতানিকারক হিসেবে ‘মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স ঢাকা’ উল্লেখ করা হয়েছে। বেনাপোল বন্দর থেকে উপহারের আম ভারতে পাঠাতে কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter