বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় আপ বাংলাদেশ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে ৩ জুলাই বৃহস্পতিবার শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের কাছে ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আপ বাংলাদেশের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা কমিউনিকেশন টিমের সদস্য হাবিবুর রহমান নাসির, শার্শা উপজেলার সংগঠক মোহাম্মদ ইকবাল হোসেন, ইব্রাহিম খলিল সাগর, ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা ৭ দফা অগ্রাধিকার দাবির মধ্যে রয়েছে:
১। শহীদদের পুনর্বাসন ও স্মারক জাদুঘর স্থাপন।
২। শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাসচেতনা জাগাতে প্রামাণ্যচিত্র প্রদর্শন।
৩। রাজনৈতিক সহিংসতা রোধে শান্তি ও ন্যায় ফোরাম গঠন।
৪। উপজেলা যুব উদ্ভাবন পরিষদ গঠন।
৫। মাদক ও সন্ত্রাস বিরোধী জনপ্রতিরোধ কমিটি গঠন।
৬। প্রতিটি ইউনিয়নে জনঅভিযোগ কেন্দ্র স্থাপন।
৭। স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন।
আপ বাংলাদেশ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এসব দাবি বাস্তবায়ন হলে শার্শা উপজেলা একটি ন্যায়নিষ্ঠ, জনবান্ধব ও উন্নয়নমুখী উপজেলার রূপ নেবে। #