আনোয়ার হোসেন আকাশ,
(ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর রিমু আকতার (২২) নামের এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামের এক ব্যক্তির বাড়ির শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়।
রিমু উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষ্মীন্দর হাট এলাকার দেলওয়ার হোসেনের স্ত্রী।
নিহত রিমুর বাবা ইকরামুল হক জানান, রিমু পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
গত সাত দিন ধরে তাঁর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তাঁর স্বামী দেলওয়ার হোসেনের কাছে তার খবর জানতে চাইলে তিনি নানা ছলচাতুরী করেন। এক পর্যায়ে থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ তাকে আটকের পর দেলওয়ারকে জিজ্ঞাসাবাদ করলে রিমুকে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামের এক ঝালাই মেকানিকের বাড়ির শৌচাগার থেকে রিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ওই গৃহবধূর স্বামী তাঁকে (রিমু) হত্যা করে লাশ টয়লেটে লুকিয়ে রেখেছিল। হত্যাকারী স্বামী লিটনের তথ্য মতে, এক কিলোমিটার খটশিংগা শিব রাম বাটি সুমন ঝালাই মেকারের টয়লেট থেকে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকারী লিটনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে জানানো যাবে সে কেন তার স্ত্রীকে হত্যা করেছে। এদিকে নিহত রিমু আক্তারের বাবা থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেছেন। হত্যার রহস্য উন্মোচনে কাজ চলছে।