বালিয়াডাঙ্গীতে কোরবানী ঈদকে ঘিরে বাজার মনিটরিং, ৩ ব্যবসায়ীকে জরিমানা

শেয়ার

বালিয়াডাঙ্গীতে কোরবানী ঈদকে ঘিরে বাজার মনিটরিং, ৩ ব্যবসায়ীকে জরিমানা

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

কোরবানী ঈদকে ঘিরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন বাজার মনিটিরং শুরু করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাড়োল ইউনিয়নের ঐতিহ্যবাহী পশুর হাট লাহিড়ী বাজারে মনিটরিং করতে দেখা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথকে।

এসময় দুজন মাংস ব্যবসায়ী এবং একজন মসলা ব্যবসায়ীকে ৩ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন ইউএনও। দ্রব্যমূল্যের তালিকা না থাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের নিকট এসব জরিমানা আদায় করেন। এছাড়াও অনেক ব্যবসায়ীকে সতর্ক করতেও দেখা গেছে।

বাজার মনিটরিং এ সময় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকজন এবং আনসার সদস্যরা সাথে ছিলেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, ঈদকে ঘিরে উপজেলার সব বাজারগুলোকে মনিটরিং করা হচ্ছে। দ্রব্যমূল্য দোকানের সামনে ঝুলিয়ে রাখা এবং ওজনে কম না দিতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

এর আগে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজার, কালমেঘ বাজার, আধারদিঘী বাজার, কুশলডাঙ্গী বাজারসহ বেশ কয়েকটি বাজার মনিটরিং করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter