ঘাটাইলে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত।

শেয়ার

ইয়ামিন হাসান( টাঙ্গাইল) প্রতিনিধি :

ঘাটাইলে পরীক্ষা শেষে দাদির সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী আল-আমীন (৬) নিহত হয়েছে। আল-আমীন বিরাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি খিলপাড়া গ্রামে। আল-আমীনের পিতার নাম (মৃত) মামুন।
১২ মে সোমবার দুপুরে আল-আমীন প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শেষে দাদি হাওয়া বেগমের সঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কুলিয়া মসজিদপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। মুহূর্তেই আল-আমীন মাটিতে লুটিয়ে পড়ে।

মারাত্মক আহত অবস্থায় আল-আমীনকে দুপুরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান নিহতের পরিবার থেকে কোন প্রকার অভিযোগ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter