‎হরিপুরে মানবাধিকার বিষয়ক ০২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেয়ার



‎গোলাম রব্বানী(বিএস-সি) হরিপুর প্রতিনিধিঃ

‎বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ প্রকল্পে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মানববন্ধন পরিষদ এমকেপি’র আয়োজনে নেটজ বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বি এম জেড এর অর্থায়নে হোপ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে হরিপুর উপজেলার ইউনিয়ন পরিষদ হল রুমে ২৩-২৪ এপ্রিল দুইদিন ব্যাপী মানবাধিকার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এ প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে নারী ও পুরুষ উভয় মিলে সমাজে মাথা উঁচু করে কাজ করে চলা। নারীরা যেন সমাজে পিছিয়ে না থাকে মর্মে তাদের সচেতনতা বৃদ্ধি করা ‌।
‎উক্ত প্রশিক্ষণ অংশগ্রহণ কারীরা ছিলেন জেলা ও উপজেলার নাগরিক সমাজ সংগঠন (সিএসও) এর সদস্যবৃন্দ । মানব কল্যাণ পরিষদ এমকেপি থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন মোছা. রৌওশন আরা বেগম, এরিয়া কো-অডিনেটর, হোপ প্রকল্প ঠাকুরগাঁও ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter