মোঃ ইয়ামিন হাসান , টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলেও উপজেলা নির্বাহী অফিসারের কঠোর নিরাপত্তার বেষ্টনীতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ ১০ এপ্রিল সারাবাংলাদেশের ন্যায় ঘাটাইলে শুরু হয়।এসএসসি পরীক্ষার লিখিত অংশ শেষ হবে ১৩ মে, এরই ধারাবাহিকতায় এবারের পরীক্ষার সুষ্ঠ আয়োজন নিশ্চিত করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ মহোদয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে প্রথম দিন শান্তিপূর্ণভাবে ১০টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।আজ প্রথম দিন এসএসসি ও সমমান পরিক্ষার বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ সহ অন্যান্য কর্মকর্তা শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মো.রকিবুল হাসান,সেনাবাহিনীর সদস্য সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দরা।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে। উপজেলার ১০টি কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষা চলছে। ঘাটাইলে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪হাজার ৪৪৭ জন।