হরিপুরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শেয়ার



‎গোলাম রব্বানী(বিএসসি), হরিপুর প্রতিনিধিঃ
‎বিক্ষোভ মিছিলে অংশ নিতে হরিপুরের বিভিন্ন এলাকা থেকে উপজেলা মডেল মসজিদের সামনে জড়ো হতে থাকে বিক্ষোভকারী ছাত্র-জনতা, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ। বিক্ষোভ মিছিলটি হরিপুর উপজেলা মডেল মসজিদের সামনে কিছুক্ষণ অবস্থান করার পরে সেখান থেকে র‍্যালী হয়ে  বটতলীতে ঘন্টাব্যাপী অবস্থান করে শেষ হয়। 
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফিলিস্তিনের গাজায় উগ্র সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত নির্বিচারে গনহত্যা ও উপর্যুপরি বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎ সোমবার (০৭ এপ্রিল/২০২৫) বাদ আসর  ইসলামি ছাত্রশিবিরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।“হে মুসলিম উম্মাহ্ যুদ্ধের জন্য প্রস্তুতি নাও-আমিও যুদ্ধে শহীদ হতে প্রস্তুত”এছাড়াও Free Free-Palestine এ জাতীয় নানান স্লোগানে মুখরিত ছিল হরিপুর।
‎জামায়াত ইসলামী নেতা মো.দবিরুল ইসলামের সঞ্চালনায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
‎বিক্ষোভ সমাবেশে মুফতি আব্দুর রহিম, সভাপতি, হেফাজতে ইসলাম হরিপুর, চিৎকার করে বলেন, হে আরশের মালিক, ফিলিস্তিনবাসীকে তুমি রক্ষা করো ফিলিস্তিনবাসীদের জীবন আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা ঠাকুরগাঁও হরিপুর থেকে বলছি আর একটা ফিলিস্তিন যেন মৃত্যুর দ্বারপ্রান্তে না পৌঁছে। আমরা আমাদের চোখের সামনে আর কোন ফিলিস্তিনবাসীকে শহীদ হতে দেখতে চাই না।
‎ বিক্ষোভ সমাবেশের বক্তব্যে অনেকেই বলেন
‎ “ইসরায়েলি পণ্যগুলো আজ থেকে বয়কট করলাম। বাড়িতে ও দোকান থেকে তাদের পণ্য ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন তিনি ।”

‎ 
‎গোলাম রব্বানী
‎হরিপুর-ঠাকুরগাঁও।
‎07.04.2025 ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter