স্টাফ রিপোর্টার :
পীরগঞ্জে ৫নং সৈয়দপুর ৮নং ওয়ার্ডে কিসমত এলকোতে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন শাপলা আকতার নামের এক মুসলিম তরুণী। প্রায় পাঁচ দিন থেকে। পীরগঞ্জ
উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিয়ন ৮নাং ওয়ার্ডের কিসমত গ্রামের বনমলীর বাড়িতে অবস্থান করছেন শাপলা । জানা যায়, শাপলার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায় শিবগঞ্জ ডাঙ্গীপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর কিসমত গ্রামের বনমালী ছেলে চিরঞ্জিত সঙ্গে শাপলার প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ ৯ বছর । সে কারণে এ প্রায় পাঁচ দিন থেকে চিরঞ্জিতের বাড়িতে অবস্থান করছেন তিনি। শুধু অবস্থানই নয়, স্ত্রীর স্বীকৃতি না করা পর্যন্ত তিনি অনশন করে যাবেন বলে জানায় শাপলা( ২৫)।
শাপলা আকতার খ বলেন, ‘আমি মুসলিম সম্প্রদায়ের অসহায় গরিব পরিবারের মেয়ে। আমি চিরঞ্জিতের বাড়িতে লাশ হয়ে ফিরবো, কিন্তু স্ত্রী স্বীকৃতি না নিয়ে ঘরে ফিরবো না।’
শাপলা আরও বলেন, ‘আমাকে, নয়ছয়, করে বিয়ে করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সম্পর্ক করে, এখন আবার নয়ছয় শুরু করছে। আমি চিরঞ্জিতের স্ত্রীর স্বীক দেখতে চাই, না হলে আমি আইনের আশ্রয় নেবো।