বালিয়াডাঙ্গী সীমান্তে আটকের ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটকের ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান (৪৫)কে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রায় এক ঘন্টা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসফের মধ্যকার পতাকা বৈঠক শেষে তাকে ফেরত দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ।

পতাকা বৈঠকে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানজিম আহমেদ এবং বিএসএফ সিও কমান্ড্যান্ড জি পামেই উপস্থিত ছিলেন।

সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম ডা. রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। পরে তাকে ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

বেউরঝাড়ী বিওপি ক্যাম্প থেকে জানানো হয়েছে, সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বিজিবি’র তত্বাবধায়নে চিকিৎসা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter