হরিপুরে ভুট্টা ক্ষেতের বেড়া নিয়ে, বিরোধের জেরে নিহত-১।

শেয়ার


মো,গোলাম রববানী
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে আসগর আলী পিতা, আজিজুল হক ও মো,মতিন পিতা,রাজামনের মধ্যে পূর্বের জায়গা জমি জেরে তুচ্ছ ঘটনা, ভুট্টা ক্ষেতে বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষ বাঁধে।টেপা,রেহেনা, আসগর আলী গং অপর পক্ষ মতিন,মতিনের স্ত্রী, মতিনের ছেলে। উভয় পক্ষই সংঘর্ষ জড়িয়ে পড়ে,একপর্যায়ে আসগরে মা বুধন বিবি( ৬০) ও মতিন গুরুত্বর আহত হয়। উভয় পক্ষই উন্নত চিকিৎসার জন্য কেউ দিনাজপুর আবার কেউ রংপুরে হাসপাতালে ভর্তি হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল (১৫-১২-২০২৪) দুপুর আনুমানিক ১২ঘটিকার সময় হরিপুরে সিংহাড়ি গ্রামের মোঃ আজগর আলীর বন্ধকি জমিতে ভূট্টা ক্ষেতে মতিন বাড়ির পাশে বেড়া দেওয়া নিয়ে আপন খালাতো ভাই আঃ মতিন এর কথা-কাটাকাটি হয়। ঝগড়া এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। ঘটনায় সময় আজগর আলীর মা মোছাঃ বুধন(৬০) ঝগড়ার মধ্যখানে ঢুকে পড়ে থামানোর চেষ্টা করে। অসাবধানতা বশতঃ মাথা গুরুত্বর আঘাত পায়। বুধন বিবিকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় দিবাগত( ১৬-১২-২০২৪) রাত আনুমানিক ৩ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

মৃত বুধন বিবির অপর পক্ষ মতিন আপন বোনের ছেলে। আবার আপন বোনের ছেলে আইয়ুব আলীর মেয়ের সাথে বিয়ে দেন। অর্থাৎ মতিনের ছোট ভাই। মতিন আবার বোনকে বিয়ে দেন টেপা মাহমুদের সঙ্গে অর্থাৎ খালাতো ভাই আসগরের শ্যালকের সাথে। আসগর ও মতিন উভয়ই আপন খালাতো ভাই।
বকুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মো,আইয়ুব আলী বুধন বিবির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত এখনো লাশ গ্রামের বাড়িতে পৌঁছে নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter