আনোয়ার হোসেন আকাশ,
(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বিষপানে অক্ষয় কুমার রায় (৫৮) নামের এক প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ৬নং আউলিয়াপুর ইউনিয়নের সাসলাপিয়ালা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত প্রধান শিক্ষক একই গ্রামের মৃত তুলেশ্বর বর্মনের ছেলে। সে কচুবাড়ী মোলানীপাড়া-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান পরিবারের লোকজন বিষের বোতল দেখতে পেয়ে বুঝতে পারে সে বিষ খেয়েছে। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এরপর দিনাজপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কি কারণে বিষপান করেছেন ওই শিক্ষক তা এখনো নিশ্চিত নন তার পরিবার।
এ ব্যাপারে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। লাশ বিনা ময়নাতদন্তে নেওয়ার আবেদন জানালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।