সাংবাদিক সুমনের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

শেয়ার

বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান ও বন্দরের সাবেক পরিচালক রেজাউল করিমের নিল নকশায় দৈনিক নোয়াপাড়া পত্রিকার বেনাপোল প্রতিনিধি সুমন হোসাইনের নামে স্থলবন্দর কর্তৃপক্ষ মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বেনাপোলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ মিনিটে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে শার্শা উপজেলাধীন বেনাপোল পৌর প্রেসক্লাব, একতা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের স্ব স্ব ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশ থেকে অনতীবিলম্বে স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক সাংবাদিক সুমনের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
বেনাপোলের সাংবাদিক মহল কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পৌর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, একতা প্রেসক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, একতা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান, সাপ্তাহিক স্মৃতি পত্রিকার বেনাপোল প্রতিনিধি মাসুদ বিশ্বাস প্রমুখ। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter