রাণীসনকৈলে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে নার্সের মানববন্ধন

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিংও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে জেলার রাণীসনকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স-এর সকল নার্সিং কর্মকর্তাবৃন্দ।

শনিবার সকালে রাণীসনকৈল স্বাস্থ্য কমপ্লেক্স-এ ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন। নার্সিং একটি মহৎ পেশা। বিগত সরকার নার্সিং অধিদপ্তরে আমলাদের বসিয়ে নার্সদের অসম্মান করেছে। নার্সিং অধিদপ্তর এর প্রতিটি পদে নার্সদের সুযোগ দিতে হবে। প্রতিটি হাসপাতালে রোগীদের চেয়ে নার্সের সংখ্যা বেশি থাকে। তারপরও রোগীদের স্বার্থে দিন রাত সেবা দিয়ে চলে তারা। তাই নার্সদের অসম্মান করা উচিত নয়। এছাড়া ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মাকসুরা নূরের দ্রুত পদত্যাগ দাবি করে বক্তারা।

এ সময় জেলার রাণীসনকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স-এর নার্সিং কর্মকর্তা, কর্মচারী ও ইন্টার্ন নার্স উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter