আনোয়ার হোসেন আকাশ,
(ঠাকুরগাঁও) বিশেষ প্রতিনিধি ;
কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মারা মাগফেরাত কামনায় গায়েবী জানাজা করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ ও বিএনপি।
বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গায়েবী জানাজা আদায় করে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে আড়াইটার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দুটি দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নিহতদের আত্মারা মাগফেরাত কামনায় দোয়া করেন তারা।