পীরগঞ্জে ট্রাক্টরের হালে পড়ে কিশোর নিহত

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি;

ঠাকুরগাঁওয়ে মাহিন্দ্র ট্রাক্টরের হালে পড়ে কাটা গিয়ে মো. আলিফ (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকাল ৫ টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সুন্দর পাড়া এলাকার এক ফসলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ ওই এলাকার এনামুলের ছেলে ও ট্রাক্টরের সহকারী (হেল্পার) হিসেবে কাজ করতেন।

সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বলেন, বিকালে ফসলের মাঠে মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দিচ্ছিল। আর চালকের পাশে বসে ছিল আলিফ। এসময় এক জমি থেকে অন্য জমিতে যাওয়ার সময় উঁচু আইল পারাপারের সময় হঠাৎ গাড়ির হালের ওপরে পড়ে যায় সে। এতে হালের ফালে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আলিফ।

এবিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, এবিষয়ে খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter