হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলায় ঐতিহাসিক যাদুরানী হাটের ড্রেন গুলো ময়লা আবর্জনা জমে পঁচা দূর্গন্ধে রাস্তা চলাচলে জনসাধারণের ভোগান্তি। অল্প বৃষ্টিতে হাটের চলাচলের রাস্তা গুলো কাঁদায় ভরে যায়,কখনো কখনো পথচারীদের মধ্যে চলাচলের সময় মালামাল সহ ড্রেনেও পরে যায়।
হাটবাজার রক্ষাবেক্ষণ কমিটির নেই কোন ভ্রুক্ষেপ। এই হাটের বৃহৎ আয় রাজস্ব খাতে জমা হয়,আবার কিছু অংশ স্থানীয় সরকার ও রক্ষণাবেক্ষণ খাতে টাকা থাকে।দূর্ভাগ্য যে হাটবাজারে পরিস্কার পরিছন্ন রাখতে সে টাকা ব্যয় হয় কিনা সন্দেহ রয়েছে। স্থানীয় ভাবে ব্যবস্থাপনা কমিটির সভাপতি, চেয়ারম্যান তাঁর উদাসীনতা ভাব পরিলক্ষিত হয়। মঙ্গলবার হাটের দিন দীর্ঘ যানজটের কারণে ক্রেতা বিক্রেতা আসা যাওয়ায় ভোগান্তির শেষ নেই।
যাদুরানী হাটের ড্রেন ময়লা জমে পঁচা পানিতে সয়লাব, হাটবাজারদের ড্রেন সহ হাটে ময়ল আবর্জনা সম্পর্কে ইতঃপূর্বে অবগত করা হয়েছিল,কেন পরিস্কার করা হয়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,আরিফুজ্জামান কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব সহকারী কমিশনার( ভূমি)
উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় চেয়ারম্যান সহ সরেজমিনে পরিদর্শন করি, হাটের সমস্যা ঘুরে ঘুরে দেখা হয় এবং সার্বিক বিষয় বিবেচনা করে বড় ধরনের প্রকল্প গ্রহণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রকল্পের গুলো হচ্ছে ড্রেন মেরামত ও রাস্তাপাকাকরণ, মাটি ভরাট।
এরপরে আর ময়ল পানি পঁচা আবর্জনা জমে থাকবেনা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।