বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার আমলাই গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সাইফুল ইসলাম উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের মেম্বর। বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত ইয়াসমিন এ জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্টেট নুসরাত ইয়াসমিন জানান, উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের উত্তর মাঠে মাছের ঘের থেকে মেম্বর সাইফুল ইসলাম ও তার সহযোগীরা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিলো।
এই বালু উত্তোলনের ফলে আসপাশের ফসলি জমি গুলো হুমকির মুখে পড়ছে এমন খবরে সেখনে অভিযান পরিচালনা করে ইউপি সদস্য সাইফুল ইসলামের কাছ থেকে ৬০ হাজার জরিমানা আদায় করা হয়।
তিনি আরো জানান, সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।