বালিয়াডাঙ্গীতে ১৯টি কম্পিউটার বিতরণ

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ১৯টি ডেস্কটপ কম্পিউটার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকেল্পর আওতায় ১২ লক্ষ ৩৭ হাজার টাকা ব্যয়ে এসব ডেস্কটপ কম্পিউটার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম ভাসানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা আক্তার সুমনা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম প্রমুখ ।

এ সময় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter