পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারো ৮শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ জাকির হোসেন ও সজিব রানা নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও মাদক য়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে পৌর শহরের বথপালিগাও মহল্লার জাকিরের বাড়ি থেকে মাদক সহ তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী জাকির হোসেনের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ভারতীয় ৮শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ জাকির হোসেন ও সজীব রানা কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তাদের। জাকির হোসেন বথপালিগাও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ও সজীব রানা ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানান, ঠাকুরগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় মামলা দায়ের করেছে।