অন্ত:সত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, পলাতক স্বামীসহ শ্বশুরবাড়ীর সদস্যরা

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় সাহানাজ বেগম (২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে গৃহবধুর স্বামীসহ শশুর
বাড়ির সকল লোকজন পলাতক রয়েছে।

শুক্রবার (৩১ মে) দিবাগত রাতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাহানাজ বেগম ওই গ্রামের বিশাল রহমানের স্ত্রী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বিষয়টি নিশ্চিত করে
বলেন, বেশ কয়েকদিন থেকে তাদের ঝগড়া চলছে। গত রাতেও তারা ঝগড়া করেছে। অনুমান করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। রাত থেকেই তাদের বাড়ির সবাই পলাতক রয়েছে। ছেলেটি মাদকের সাথে জড়িত ছিল। পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত সাপেক্ষে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো অবদি কোন অভিযোগ পাইনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। বাসার সকলেই পলাতক তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। লাশ ময়নাতদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter