আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে ছয়শত ৪৮ জন আনসার সদস্য। প্রতিটি কেন্দ্রে ৮ জন পুরুষ এবং ৪জন মহিলা।
মঙ্গলবার এসব আনসার সদস্যদের যাচাই-বাছাই পক্রিয়া সম্পন্ন হয়েছে। বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব যাছাই বাছাই করেন ঠাকুরগাঁও জেলা আনসার ভিডিপির সহকারী জেলা কমাড্যান্ট ফারুক হোসেন।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, রাণীশংকৈল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কাশেম ও টিআই রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু জানান, উপজেলায় ৮টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রে ১২ জন করে ৬৪৮ জন আনসার সদস্য ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আগামী ০৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।