হরিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৪ অনুষ্ঠিত।

শেয়ার

হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
আমিষ জাতীয় খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরণের লক্ষে সারা দেশে ১৮ এপ্রিল প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত হয়।
লাইভস্টক এন্ড ডেইরি ডেভলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় হরিপুর উপজেলাও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রদর্শনী মেলা-২০২৪, প্রদর্শিত ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,আরিফুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো,শাহরিয়ার মান্নান,
ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে মোঃ , মোঃ শরিফুল ইসলাম শরিফ (ওসি তদন্ত)। সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার মোঃ সোলায়মান আলী । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাঃ সূবর্ণা রাণী
হরিপুর উপজেলায় ছোট বড় খামারি ৩৯৫ টি তারমধ্যে গরু-২৩৩, ছাগল-১৪৬ টি, ভেড়া-১৬ টি। হাঁস মুরগী খামারের সংখ্যা ১১৯টি তারমধ্যে বয়লার -৫১টি,সোনালী মুরগী-১০ টি,হাঁস- ৫৭ টি। খামারিদের পক্ষে হতে প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, গয়াল, গাড়ল, হাঁস, মুরগি, কবুতর, টার্কি, তিতির পাখি , বিভিন্ন জাতের সৌখিন পাখি , বিভিন্ন প্রাণী পুষ্টিপ্রযুক্তি দুগ্ধজাত পণ্য প্রদর্শিত করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে এনিমেল র‌্যাম্পিং প্রদর্শিত হয়েছে। প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভেলু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি খামারীদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন এবং বেসরকারি উদ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন হল প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter