আবু তারেক বাঁধন, নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় পূর্ণ চন্দ্র রায় নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গেন্ডাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ন চন্দ্র গেন্ডাবাড়ী এলাকার সুভাস রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, ১ ল্ াবৈশখ উপলক্ষের প্রতিবেশীদের সঙ্গে রং খেলার সময় বাড়ি পাশে^র পাকা রাস্তায় একটি ব্যটারী চালিত আটো রিক্্রা পূর্ন চন্দ্রকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।