বালিয়াডাঙ্গীতে অবৈধ ইট ভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি
:

ঠাকুরগাঁওয়ের বালিাডাঙ্গীতে অবৈধ ইট ভাটা পরিচালনার দায়ে এক ইট ভাটা মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে বৈধ কাগজপত্র তৈরি করতে ১ মাসের সময় বেধে দিয়েছেন বিচারক।

রবিবার বিকালে উপজেলার দুওসুও ইউনিয়নের মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীকে এ অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইট ভাটা পরিচালনার জন্য বৈধ কোন কাগজপত্র নেই মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীর। আমরা প্রাথমিক ভাবে সতর্ক করার পরও কাগজপত্র প্রস্তুত করেনি। তাই বিকালে অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে আগামী ১ মাসের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

জানা গেছে, এর আগেও ৩ বছর আগে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে ২ লাখ টাকা জরিমানা করে মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ডের মালিককে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে স্থাপনা সড়িয়ে নিতে বলেন। এরপরেও তিন বছর ধরে অবৈধ ভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলেন ইট ভাটা মালিক দানেশ আলী।

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নে ১৭টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে একটিরও বৈধ কাগজপত্র নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter