মামুনুর রশিদ (মামুন), ঠাকুরগাঁও প্রতিনিধি: “মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে অন্যতম রক্তদান সংগঠন ঐক্য বদ্ধ ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ, বৃক্ষ রোপণ, স্বেচ্ছাসেবীদের মিলনমেলা, আলোচনা সভা ও কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে রক্তদান সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঐক্যবদ্ধ ব্লাড ব্যাংক এর প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী বাহার আলী সরকার এর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর দয়াল চন্দ্র।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক ও কমেডিয়ান নাজমুল হুদা সোহান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূল্লী ডিগ্রি কলেজের প্রভাষক সরকার আসাদুজ্জামান, ৫ নং বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম, ভূল্লী থানা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন, শুভেচ্ছা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর সিও শামীম, সাংবাদিক বেলাল হোসেন প্রমূখ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, মানুষের কল্যাণে কাজ করতে এবং সমাজের অপসংস্কৃতি দূর করতে হলে সমাজের ছাত্র, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ছাত্র ও যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে নতুন প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবে।
আমরা আশা করি ঐক্য বদ্ধ ব্লাড ব্যাংক রত্ত দানের পাশাপাশি আরও বেশি বেশি করে ভালো কাজ করে মানুষের পাশে থাকবে।
উল্লেখ্য, ঐক্যবদ্ধ ব্লাড ব্যাংক অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২২ সালের ২৭ জানুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম।
স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী। এসব নিয়ে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সামাজিক এই সংগঠনটি।
ঐক্যবদ্ধ ব্লাড ব্যাংক এর সভাপতি স্বাধীন ইসলাম জানান, “ঐক্যবদ্ধ ব্লাড ব্যাংক ” একটি রত্তদান সংগঠন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।
অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।