শহরের ভেতর খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলে জরিমানা

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : খোলা ট্রাকে করে ঢাকা শহরে বালু, সিমেন্ট বহন করতে পারবে না কেউ। করলেই জরিমানা এবং আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বায়ু দূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা ভেঙে ফেলবে মন্ত্রণালয়।  মন্ত্রী জানান, ঢাকার চারপাশে অবৈধ ইটভাটার সংখ্যা আছে ১০০০টি। আর সারাদেশে আছে দুই হাজার অবৈধ ইটভাটা। এগুলো ধীরে সব ধ্বংস করা হবে।

মন্ত্রী আরও জানান, ঢেকে না রেখে নতুন ভবন নির্মাণ করলে জরিমানার পরিমাণ বাড়ছে তিনগুণ। বায়ু দূষণ বন্ধ করতে হলে রাজনৈতিক স্বদিচ্ছা জরুরি। যেটা এতদিন ছিলো না। যারা বায়ু দূষণের জন্য দায়ী তাদেরকে কোনোভাবেই ছাড় নয়। শুধু, জরিমানাই নয়, নেব আইনের আওতায়।

পরিবেশ মন্ত্রী বলেন, শুধু ঢাকার বায়ুদূষণের কারণে শহরের মানুষের গড়ে আয়ু কমছে ৬ থেকে ৭ বছর। বায়ু দূষণ কমানোই সরকারের অগ্রাধিকার এখন। মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে কাজ করছে এ বিষয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter