দুপুরের পর ভোটকেন্দ্রে বাড়ছে ভোটারদের উপস্থিতি !

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ। ৭জানুয়ারি (রবিবার) সকাল ৮টা হতে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কে কেন্দ্র করে মানুষের আমেজ ছিল চোখে পড়ার মতো। তবে ভোটের দিন তেমনটা চোখে পড়েনি।

সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি কেমন আছেন তা পরখ করতে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি নেহাত কম। ঘন কুয়াশা ও হরতালের কারণে ভোটারদের উপস্থিতি কম বলে মত প্রকাশ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রিজাইডিং কর্মকর্তা।

এইদিকে বেলা ১২ টার কিছু পরে ঠাকুরগাঁও-৩ আসনের বেশ কয়টা কেন্দ্রে দেখা যাচ্ছে ভোটারদের উপস্থিতি।

ভোটারদের সাথে কথা বলে জানা গেছে ঘন কুয়াশা, হরতালের জন্য জনমনে আতঙ্ক ও গৃহস্থালির কাজ শেষ করে ভোট দিয়ে এসেছেন তাঁরা। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে আশা করছেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

উল্লেখ্য, ঠাকুরগাঁও ৩ আসনে ১২৮টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩শত ৫৪জন।

ঠাকুরগাঁও জেলা সংসদীয় তিনটি আসনে মোট ৪১৭টি ভোটকেন্দের ভোটার সংখ্যা ১১ লক্ষ ৪২ হাজার ৮শত ৫১ জন।

এর মধ্যে ঠাকুরগাঁও ১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৬শত ৪ জন। এবং এই আসনে মোট ভোট কেন্দ্র ১৮৫ টি।

এছাড়াও ঠাকুরগাঁও ২ আসনে ১০৪টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৮ শত ৯৩ জন।

ঠাকুরগাঁও এ তিনটি আসনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter