হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কান্ধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২৫/১২/২৩ ইং তারিখ মাগরিবের পর খুলি বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল। জনাব মোঃ আনোয়ার হোসেন সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা। এডভোকেট জনাব মোজাফ্ফর আহমেদ মানিক জেলা আইনজীবী সদস্য, ঠাকুরগাঁও। আরো ও উপস্থিত ছিলেন নির্বাচনের সহযোগী, সঙ্গী, এলাকাবাসীসহ ভোটারগন।
স্বতন্ত্র প্রার্থী সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আলী আসলাম জুয়েল বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তার নির্বাচনী এলাকায় লিফলেট ও হ্যান্ভবিল বিতরণ করেছেন।জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে উৎসবমুখর পরিবেশে বইছে হাওয়া ও নির্বাচনী আমেজ । মানুষের কন্ঠে উচ্চারিত হচ্ছে ট্রাক আর ট্রাকের স্লোগান । স্বল্প সময়ে স্বতন্ত্র প্রার্থী, ট্রাকের পোস্টার ঝুলিয়ে ও প্রচার-প্রচারণায় ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
নির্বাচন বিষয়ে স্বতন্ত্র প্রার্থী, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের সাথে সাক্ষাতকালে তিনি বলেন ,এত স্বল্প সময়ে হরিপুরের মানুষ আমাকে এতো আপন করে নিয়েছেন তা আমি খুলি বৈঠকে উপস্থিত হয়ে বুঝলাম। আমি হরিপুরের মানুষের ভালোবাসায় মুগ্ধ। আমি নির্বাচিত হলে সর্ব প্রথম হরিপুরের মানুষের কল্যাণে কাজ করবো।উপজেলা চেয়ারম্যান থাকাকালীন অনেক উন্নয়ন করেছি। এবার এমপি নির্বাচিত হলে আরো উন্নয়ন করব, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিসহ যা করার লাগে আমি তাই করব। সাধারণ মানুষ আমাকে চায়। তিনি আগামী ৭ জানুয়ারি ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবান জানান ।