আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আজ ৩ ডিসেম্বর রাণীশংকৈল পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় রাণীশংকৈল উপজেলা।
সেই সাথে একই দিনে মুক্ত হয় হরিপুর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গীসহ ঠাকুরগাঁও জেলা। সেদিন থেকেই ‘৩ ডিসেম্বর রাণীশংকৈল পাকহানাদার মুক্ত দিবস’ হিসেবে গণ্য হয়ে আসছে। এই দিনে আনন্দ-উল্লাসে মেতে ওঠে মুক্তিকামী মানুষ। রাণীশংকৈলের মুক্ত আকাশে উড়ানো হয় লাল সবুজের পতাকা। রাণীশংকৈলের বাঙালী বীর সন্তানদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৩ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় দিনটি রাণীশংকৈল পাক হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।