ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন সভাপতি ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী 

শেয়ার

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: দীর্ঘ আট বছর পর প্রাণ ফিরে পেল ঠাকুরগাঁও জেলা বিএনপি। সোমবার (৮ সেপ্টেম্বর) শহরের ঐতিহাসিক জেলা স্কুল বড় মাঠে অনুষ্ঠিত হয় জেলা বিএনপির বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক সম্মেলন। উৎসবমুখর এই সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সম্মেলনে নির্বাচনের মাধ্যমে সভাপতি ফয়সল আমীন  সাধারণ সম্পাদক পয়গাম আলী নির্বাচিত হয়।নতুন নেতৃত্ব ঘোষণার সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন সম্মেলনে। ব্যানার, ফেস্টুন, পোস্টার ও স্লোগানে জেলা স্কুল বড় মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। আট বছর পর সম্মেলন হওয়ায় কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাসী। দীর্ঘদিন পর নেতৃত্ব নির্বাচনের ফলে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে।

তারা আরও বলেন, আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে ঠাকুরগাঁও জেলা বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে। এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে প্রতিটি নেতাকর্মীকে।

সম্মেলনে উপস্থিত কর্মীরা জানান, নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে জেলা বিএনপি শক্তিশালী হয়ে উঠবে। তারা আশা প্রকাশ করেন, ফয়সল আমীন ও মোঃ পয়গাম আলীর নেতৃত্বে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে।

সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ভার্চুয়াল), বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)মোঃ আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলামসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ঠাকুরগাঁও দ্বি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর করিম সহ -সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপি ।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে প্রাণ ফিরে পেল ঠাকুরগাঁও জেলা বিএনপি। সম্মেলনে ঘোষিত এই নেতৃত্বের মাধ্যমে আগামীর রাজনৈতিক সংগ্রামে জেলাজুড়ে বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত হবে এমন প্রত্যাশাই করছেন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter