আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার সাগরিকা ঠাকুরগাঁও জেলার তার নিজ উপজেলা রাণীশংকৈলে সংবর্ধনা পেলেন।
রবিবার (৭ জুলাই) বিকালে উপজেলার বলিদ্বারা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ফোরাম এর আয়োজনে তাকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা শেষে নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় মানব কল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়িত হোপ প্রকল্পের মানবাধিকার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়।
এ সময় বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক বেলাল হোসেন, আনোয়ার হোসেন ও এমকেপির রাশেদুল আলম লিটন সহ বিভিন্ন ক্রীড়া ভিত্তিক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা দেয়ার আগে নারী ফুটবলার সাগরিকার সাথে মতবিনিময় করা হয়। এ সময় তিনি নারী ফুটবলার তাদের বিভিন্ন চাহিদা কথা তুলে ধরেন। সেই সাথে অন্যান্য বক্তরাও নারী ফুটবলারদের এগিয়ে নিয়ে যাবার লক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য দেন।
আরও বক্তারা বলেন, সাগরিকা দেশের একেবারেই প্রত্যন্ত অঞ্চল থেকে সে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান তৈরী করেছে। এটি আমাদের জন্য গর্বের। যা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। আমাদের মেয়েরা প্রমাণ করেছে তাদের মধ্যে অদম্য শক্তি ও প্রতিভা রয়েছে যা সঠিক ভাবে ব্যবহার করতে পারলে তারা দেশকে অনেক কিছু দিতে পারবে।
সংবর্ধনা শেষে শিক্ষার্থী ফোরাম এর উদ্দ্যেগে এক প্রীতি কিশোরী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।