পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেয়ার

পঞ্চগড় প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চ গড়ের আটোয়ারীতে পালিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্যানার-ফেস্টুন ও ব্যান্ডপার্টীর বাজনার মধ্যদিয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

অত:পর শোভাযাত্রায় আগন্তুক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা স্থানীয় দলীয় কার্যালয়ে সমবেত হন। সেখানে উপজেলা বিএনপি’র সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবীদ এ জেড এম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তারুন্যের অহংকার মোঃ নজরুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচীব রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ। কুদরত-ই-খুদা, সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল্লাহেল বাকি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সাবেক সদস্য ও ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক বাবুল ইসলাম ও মোঃ বদিউজ্জামান মানিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা ও মোঃ আজহারুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ যে, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। এর আগে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর শাসনকে বেসামরিক করার উদ্দ্যেশে ১৯ দফা কর্মসূচী চালু করেন।

মূলত: দলটি জাতীয়তাবাদী আদর্শ ধারন করে বলেই আমাদের দেশের প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম রাজনৈতিক দল হিসেবে বিএনপি ইতোমধ্যে তাঁর নিজের অবস্থান নিশ্চিৎ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter