হরিপুরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত।

শেয়ার

‎মো,গোলাম রববানী এম)
‎হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

‎ঠাকুরগাঁওয়ের  হরিপুরে সম্প্রীতি সমাবেশ ২০২৫ অনুষ্ঠানে আমরা সবাই “বাংলাদেশ তোমাকে ভালোবাসি” তাহলে বাংলাদেশে আর কোন দুঃখ দুর্দশা থাকবে না। সবাই এক হয়ে যাই।তিনি আরো বলেন , দেশপ্রেমের চেয়ে বড় আর কিছুই নেই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন, সবার আগে বাংলাদেশ। এমনটাই বক্তৃতায় তুলে ধরেন, ঠাকুরগাঁও জেলা বি এন পির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন
‎শনিবার (৩০ শে আগস্ট) বিকালে ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শ্রী বাবুল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও অ্যাডভোকেট হাসান এর সঞ্চালনায় এ সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন,  নির্বাহী সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও  ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন।
‎গেস্ট অফ অনার হিসেবে বক্তৃতা প্রদান করেন, বিশিষ্ট শিক্ষাবিদ মনতোষ কুমারদে ও  নির্বাহী সদস্য জাতীয় নির্বাহী কমিটি ঠাকুরগাঁও-০২ আসনের সাবেক এমপি ও ঢাকা কলেজের ভিপি, জেড মতূর্জা চৌধুরী তুলা।
‎প্রধান বক্তা হিসাবে বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এর সভাপতি মনোরঞ্জন সিংহ।
‎উদ্বোধক হিসেবে বক্তৃতা প্রদান করেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের  সত্যজিৎ কুমার কুন্ডু।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর ভাইস চেয়ারম্যান রনজিত কুমার রায়। আরো বক্তব্য রাখেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্ব মো. জামাল উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter