নুরের ওপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন উপজেলার নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে শিবদীঘি জুলাই চত্বরের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

গণঅধিকার পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি শিবদিঘি জুলাই চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে পুনরায় জুলাই চত্বরে সমাপ্ত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন,উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু জাফর আলী,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে ভিপি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মিদের উপর হামলাকারীদের শাস্তি দাবী করেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter