বেনাপোল প্রতিনিধি :
যশোরের অভিযান চলিয়ে ৮ কোটি টাকার মূল্যের ৩৬ টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্প্রতিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে সদর উপজেলার কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়।
আটক তিনজন হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোরের লোন অফিস পাড়া নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিরা স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর ও চুকনগরে রওনা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় আগেই থেকেই গোপনে অবস্থান নেয়। এসময় চোরাকারবারিরা কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ম্যানিব্যাগে ও কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৩৬ টি স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দ করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানায় বিজিবি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে। #