গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় সভায় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ, হরিপুর ঠাকুরগাঁও । উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা, ডা.মো. শামীমূজ্জামান,উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো. রুবেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সা.সম্পাদক,আলহাজ্জ মো.আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল, গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন, হরিপুর থানার প্রতিনিধি,সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিজিবির কোম্পানি কমান্ডারগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র লিডার এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় সম্প্রতি রোড এক্সিডেন্ট, পানিতে ডুবে মৃত্যু,চুরি, চিকিৎসা,চোরাচালান, মাদক দ্রব্য, রাসায়নিক সারের মূল্যের উর্ধ্বগতির পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয় । বিজিবির কমান্ডার বলেন,বর্ডার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।
আরও উপস্থিত ছিলেন উপজেলার ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।