ভূঞাপুরে গাছে গলায় ফাঁস লাগানো নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।

শেয়ার

মো: ইয়ামিন হাসান , টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এক মহিলা গলায় ফাস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন । তিনি হলেন মনেহারা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী হালিমা বেগম (৩৮)। বুধবার (২৭ আগষ্ট) সকালে ভূঞাপুর উপজেলার বাগবাড়ী এলাকায় তার বাবার পরিত্যক্ত বাড়ির পিছনে একটি গাছ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, হালিমা বেগম মঙ্গলবার সকালে তার বাবার বাড়িতে আসেন। পরদিন বুধবার সকালে এলাকাবাসী তাকে বাড়ির পিছনের একটি গাছে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে ভূঞাপুর থানায় খবর দেন। খবর পেয়ে ভূঞাপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন।এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “ঝুলন্ত অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” আত্মহত্যার সঠিক কারণ এখনও অজানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter