বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

শেয়ার


বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মন্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দ করা পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অমলেশ মন্ডল ভারতের চব্বিশ পরগঁণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের শ্যামল মন্ডলের ছেলে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রঘুনাথপুর বিওপি, আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকা থেকে খাদ্যসামগ্রী, শাড়ী, থ্রি-পিচ, চায়না দোয়ারি জাল ও কসমেটিক্সস সামগ্রী জব্দ করা হয়। এসময় বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ওষুধ, মোবাইল ও ভারতীয় রুপিসহ অমলেশ মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে।
জব্দ করা এসব পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। চোরাকারবারিদের বিরুদ্ধে সীমান্তে বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter