আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনবী হজরত মুহাম্মদকে (সা.) ও
মা আয়েশা (রা.) কে নিয়ে জঘন্যতম অশ্নীল কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বাসিন্দা দিপু রায়, রাণীশংকৈল উপজেলার হিরা রায় ও মনি রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার বেলা ১১টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার আয়োজনে এ সমাবেশ আয়োজন করা হয়। এতে রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জ উপজেলার হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা অংশগ্রহণ করে।
সমাবেশ শুরুর আগে বিভিন্ন মাদরাসার শিক্ষক ও ছাত্ররা নিজ নিজ ব্যানার, ফেস্টুন সহকারে আবাদতাকিয়া মাদ্রাসা মোড়ে জড়ো হন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থল রাণীশংকৈল উপজেলা পরিষদের মুল ফটকে সামনে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে দিপু রায়, হিরা রায় ও মনি রায়ের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে বক্তারা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদকে (সা.) অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়।
পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। বিশ্বনবী পুরো বিশ্বের শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। তাকে নিয়ে অবমাননাকর কোনো কথা কোনো মুসলিম সহ্য করবেনা।
দিপু রায়, হিরা রায় ও মনি রায়ের
বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো তাদের গ্রেপ্তার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ব নবীর অপমান বরদাশত করা হবে না। কটুক্তিকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে পুরো ঠাকুরগাঁও জেলাকে অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের শাহী আমীর মাওলানা এমদাদুল হক , সাধারণ সম্পাদক রাণীশংকৈল মুফতি শরিফুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শামসুদ্দিন , পীরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান , রাণীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রজব আলী, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার প্রমুখ।