পীরগঞ্জ সীমান্তে নারী শিশুসহ ৫ জনকে পুশ-ইন

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে আবারও নারী ও শিশুসহ পাঁচজনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৩ আগস্ট) উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। এ সময় বিজিবি তাদের আটক করে।

আটকৃতরা হলেন—পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের বিনয় চন্দ্র রায়ের ছেলে শ্রী রামবাবু রায় (১২), একই গ্রামের গায়নামা রায়ের কন্যা আদুরী বালা (৩০), দিনাজপুর জেলার বিরল উপজেলার রানীপুকুর গ্রামের সফিউদ্দীনের ছেলে আনিসুর রহমান (৪১), বোচাহাট গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২) এবং রবিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে একরামুল হক (২৮)।

এর আগেও একাধিকবার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুকে পুশ-ইন করেছে বিএসএফ।

বিজিবির ফকিরগঞ্জ কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, সীমান্তে আটক পাঁচজনের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে এবং তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। রবিবার সকালে তাদের আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter