রাণীশংকৈলের মেয়ে জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরির অভিযোগ

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে অবস্থিত বাড়িতে চুরি হয়েছে। চোর তার ঘরের তালা ভেঙে জমানো ২ লাখ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে গত ১৪ আগস্ট রাতে।
তবে বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার (২০ আগস্ট) সকালে। ঘটনার সময় সাগরিকা ঢাকায় ছিলেন এবং তার বাবা-মা পাশের একটি মাটির ঘরে অবস্থান করছিলেন। সাগরিকার অনুপস্থিতিতে সরকারি অর্থায়নে নির্মিত পাকাঘরটিতে তালা দিয়ে রাখা হয়।

সাগরিকার বাবা মো. লিটন জানান,
সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন। বেশ কয়েকদিন পর ঘটনার দিনই অর্থ ফেরত দেন ওই প্রতিবেশী।
সেই রাতেই ঘরের তালা ভেঙে টাকাগুলো চুরি হয়। এতদিন টাকা বাড়িতে ছিল না, চোরও আসেনি। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো। বিষয়টি সন্দেহজনক ও রহস্যজনক মনে হচ্ছে।

সাগরিকার মা আনজু আরা বেগম বলেন,
রাণীশংকৈল থানায় অভিযোগ দিয়েছি। তারা এসে বাড়ির অবস্থা দেখে গেছে।
‘পুলিশ থানায় যেতে বলেছিল। পরে আমরা থানায় বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু কোনো আশানুরূপ সাড়া পাইনি। এ জন্য আর কারও কাছে যাই না। এতদিন কাউকে বিষয়টি জানাইনি। আমার মেয়ের পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে ভাবতেও পারিনি। আমার বাড়ি থেকে শুধু টাকা নয় বরং পরিবারের উজ্জ্বল স্বপ্ন চুরি হয়েছে।’

চুরি হওয়া বিষয়টি নিয়ে জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকা জানান , ঘরের তালা ভেঙে আমার পরিশ্রমের টাকা নিয়ে যাওয়া হয়েছে। এটা আমার জন্য লজ্জার। তাই এতদিন মিডিয়াতে প্রকাশ করিনি এবং করতেও চায়নি। তবে জেলা প্রশাসককে জানিয়েছিলাম। তিনি থানায় অভিযোগ দিতে বলেছিলেন, আমরা করেছি।

সাগরিকা আরও বলেন, আমার টাকা চুরি করে নিয়েছে, কিন্তু আমার কপাল তো নিতে পারেনি। আমি সুস্থ থাকলে আবার আয় রোজগার করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।”

সরজমিনে গিয়ে জানা যায়, সাগরিকা বাড়িতে এলে সরকারি অর্থায়নে নির্মিত পাকা ঘরে থাকেন । তার পাশে মাটির আরেকটি ঘর আছে তাদের। সাগরিকা বাড়িতে না থাকলে মাটির ঘরে থাকেন সাগরিকার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে পাকা ঘরে তালা দিয়ে মাটির ঘরে ছিলেন সাগরিকার বাবা-মা। ১৪ আগস্ট রাতে পাকা ঘরের তালা ভেঙে সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়ে যায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে, এবিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter