ইয়ামিন হাসান, (টাঙ্গাইল জেলা) প্রতিনিধি :
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঘাটাইলে প্রশাসনের কাজের মান পর্যবেক্ষণ ও পরিদর্শন করেছেন।
১৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশন ঘাটাইল আসেন।
পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস, ঘাটাইল পৌরসভা কার্যালয়, সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কাজের গুনগত মান পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন।
পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে দুপুর ৩ টায় ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ এবং উপজেলা চত্বরে অভিলাষ ফোয়ারা,সেলফি কনার আই লাভ ঘাটাইল এর শুভ উদ্বোধন করেন।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, নারীদের সেলাই মেশিন, কৃষকদের স্প্রে মেশিন, শিক্ষার্থীদের বাইসাইকেল, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জামাদি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ,উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রেজভী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা হান্নান সরকারসহ প্রশাসনিক কর্মকর্তা এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।